শিলিগুড়ি,৪ সেপ্টেম্বরঃ দুই ছাত্র সংগঠনের আন্দোলনে উত্তপ্ত শিলিগুড়ি কলেজ চত্বর। শিলিগুড়ি কলেজে ভর্তি নিয়ে চলছে দূর্নীতি, এই অভিযোগে এসএফআই এর তরফে আজ শিলিগুড়ি কলেজের সামনে বিক্ষোভ কর্মসূচী ছিল। এই বিক্ষোভ শুরু হতেই সরব হয় তৃণমূল ছাত্র পরিষদও। শিলিগুড়ি কলেজের গেটে লাগানো এসএফআই এর দলীয় পতাকা ছিঁড়ে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা লাগিয়ে পাল্টা স্লোগান তোলেন তারা।
কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা কলেজ চত্বর। কলেজের গেটের সামনেই অবস্থান বিক্ষোভে বসে পড়ে এসএফআই এর সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। তৃণমূল ছাত্র পরিষদের তরফে জানানো হয়,ভর্তি নিয়ে কোনোরকম দূর্নীতি চলছে না কলেজে, অভিযোগ আনতে হলে উপযুক্ত প্রমাণ দিতে হবে।
অন্যদিকে এসএফআই এর তরফে অভিযোগ, আজ এক এসএফআই ছাত্রীর ওপরে তৃণমূল ছাত্র পরিষদ নিগ্রহ চালায়। তারা আরও জানান, এই আন্দোলন তাদের চলবে, এই ঘটনার প্রতিবাদে তারা আবারও বৃহত্তর আন্দোলনে নামবেন।