শিলিগুড়ি,৩ সেপ্টেম্বরঃ ভুয়ো নথিপত্র নিয়ে শিলিগুড়ি কলেজে ভর্তি হতে এসে ধরা পড়ল এক ছাত্রী এবং এক ব্যক্তি।
শিলিগুড়ি পুরনিগমের ১০ নম্বর ওয়ার্ডের মহাকালপল্লীর বাসিন্দা ওই ছাত্রী শহরের একটি অন্য কলেজে পড়ত।তবে বরাবরই তার শিলিগুড়ি কলেজে ভর্তি হওয়ার ইচ্ছে ছিল।জানা গিয়েছে, অরূপ সরকার নামে এক ব্যক্তি ছাত্রীকে জানায় ৫ হাজার টাকার বিনিময়ে তাকে শিলিগুড়ি কলেজের থার্ড সেমিস্টারে ভর্তি করে দেবেন।সেইমতো ভুয়ো নথিপত্র নিয়ে শুক্রবার শিলিগুড়ি কলেজে ভর্তির জন্য আসে ওই ছাত্রী এবং অরূপ সরকার।যদিও নথিপত্রগুলো দেখার পরই সন্দেহ হয় কলেজ কর্তৃপক্ষের।সেগুলি যে ভুয়ো তা বুঝতে পারে কলেজ কর্তৃপক্ষ। এরপরই ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলে পুরো বিষয়টি জানায় সে।ঘটনার পর খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়।ইতিমধ্যেই অরূপ সরকারকে আটক করেছে পুলিশ।
শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ ডঃ সুজিত ঘোষ বলেন, থার্ড সেমিস্টার এর ভর্তির প্রক্রিয়া এখনো শুরু হয়নি।এছাড়াও আমাদের অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলছে।আমাদের মনে হয়েছে ছাত্রীটি ওই ব্যক্তির দ্বারা প্রতারিত হয়েছে।একপ্রকার চক্রান্তের শিকার হয়েছে।