শিলিগুড়ি,১৬ জানুয়ারিঃ আজ থেকে শুরু হল দেশের স্বাস্থ্য জগৎতের এক নতুন অধ্যায়।ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী থাকল শহর শিলিগুড়িও।স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী করোনা টিকাকরণ প্রক্রিয়া শুরু হল।
এদিন শিলিগুড়ি জেলা হাসপাতালে ১০০ জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের পর টিকাকরণের প্রক্রিয়া শুরু হয়। প্রথমে একজন অ্যাম্বুলেন্স চালক, একজন চিকিৎসক ও একজন নার্সকে টিকা দেওয়া হয়।অন্যদিকে একইসঙ্গে উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও শিলিগুড়ি জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ রুদ্রনাথ ভট্টাচার্য এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে করোনার টিকা নেন। তার স্ত্রী ডাক্তার সঙ্গীতা ভট্টাচার্যকেও টিকা দেওয়া হয়।
এদিন টিকাকরণ প্রক্রিয়া চলাকালীন শিলিগুড়ি জেলা হাসপাতালে উপস্থিত ছিলেন এডিএম সুমন্ত সহায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য, মহকুমাশাসক প্রিয়দর্শিনী এস।সুমন্ত সহায় জানান, স্বাস্থ্যকর্মীরা আনন্দ সহকারে টিকা নিয়েছেন।
প্রসঙ্গত, দার্জিলিং জেলার জন্য ১৮হাজার ভ্যাকসিন এসেছে। আজ শিলিগুড়ি জেলা হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে,নকশালবাড়ি,ফাঁসিদেওয়া ও খড়িবাড়িতে টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়।অন্যদিকে পাহাড়ে দার্জিলিং জেলা হাসপাতাল,কার্শিয়াং হাসপাতালে টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে।