শিলিগুড়ি,১১ জানুয়ারিঃ ফের শিলিগুড়িতে একইভাবে প্রতারণা। দুষ্কৃতীদের খপ্পড়ে পড়ে লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার খোয়াতে হল। শিলিগুড়ির আশ্রমপাড়ার লালা লাজপত রায় রোডে ঘটলো প্রতারণার ঘটনা। দম্পতিকে সোনা পরিষ্কারের কথা বলে তাঁদের থেকে লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। ঘটনার তদন্তে শুরু করেছে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।
বুধবার দুপুরে বাড়ির বাইরে বসেছিলেন দম্পতি। সেসময় দুইজন যুবক আসে। তাঁদের সঙ্গে কথা বলা শুরু করে এক যুবক। এরপর শিপ্রা মজুমদার ও অশোক মজুমদারকে সোনা পরিষ্কার করে দেওয়ার কথা বলে। শিপ্রা দেবীর হাতে থাকা সোনার চুরি পরিষ্কার করা শুরু করে। সেসময় বাধাও দেন তিনি। কিন্তু এরপর কার্যত জোর করেই তাঁর হাত থেকে সোনার চুরি খুলে নেয় যুবক। অশোক বাবুর হাতের আংটিও পরিষ্কার করার কথা বলে নেয়। এরপর সেই সোনার অলঙ্কারগুলি নিয়ে চম্পট দেয় দুইজন। ঘটনার কথ জানার পরই এলাকায় যায় পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। সেখানকার সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
কিছুদিন আগে ডাবগ্রামের কাছেও এমনই ঘটনা ঘটে। এক গৃহবধূর স্বর্ণালঙ্কার পরিষ্কারের নামে সেসব নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী।