শিলিগুড়ি, ২৪ মেঃ মুখে মাস্ক নেই? সেই অবস্থায় এলাকার রাস্তায় দেখা গেলেই দায়ের হবে মামলা। শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার আবন ঠাকুর সরণীতে এমনই উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
লকডাউন শিথিল হতেই বহু মানুষকে দেখা যাচ্ছে মাস্ক ছাড়াই বেরিয়ে পড়েছেন বাড়ি থেকে।যেকারণেই সচেতনতা প্রচারে এগিয়ে এসেছেন এই এলাকার বাসিন্দারা।রবিবার দেশবন্ধু স্পোর্টিং ক্লাবের সামনে থেকে এলাকাবাসীরা করোনা সচেতনতার পোস্টার বিলি করেন।যাদের মাস্ক ছাড়া রাস্তায় দেখেন তাদের বিনামূল্যে মাস্ক দেন।
এলাকার বাসিন্দা ও দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরামের কর্মকর্তা অমিত সরকার জানান, যাদের মাস্ক ছাড়া দেখা যাবে তাদের নাম জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে লিগ্যাল এইড ফোরামের মাধ্যমে মামলা দায়ের করা হবে।