শিলিগুড়ি,২৩ সেপ্টেম্বরঃ চালের উপর মা দূর্গার ছবি এঁকে তাক লাগিয়ে দিল শিলিগুড়ির আশ্রমপাড়ার রিমি পাল।
ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি ঝোঁক রয়েছে রিমির, বিভিন্ন ধরনের ক্যানভাসে সেজে উঠেছে তার ঘর। আঁকার পাশাপাশি অব্যাবহৃত বেশকিছু জিনিস দিয়ে সে বানিয়ে ফেলেছে ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র।সামনেই দূর্গাপুজো, বাঙালির আবেগ এই পুজোর সাথেই জড়িয়ে তাই পুজোর ভাবনাকেই মাথায় রেখে রিমির এই নতুন প্রয়াস। তবে শুধুমাত্র মা দূর্গা নয়, চালের ওপর ভারতের জাতীয় পতাকা, গান্ধীজীর ছবিও ফুটে উঠেছে রিমির তুলির টানে।