শিলিগুড়ি,১৪ সেপ্টেম্বরঃ শিলিগুড়িতে এবার খুলে যাচ্ছে মর্ডানাইজড ফুড স্ট্রিট। যেখানে মিলবে হরেক রকম স্বাদের খাবার। বড় বড় শহরে এতোদিন ফুড স্ট্রিটের কথা নিশ্চয় শুনেছেন বা দেখেছেন। এবার সেই ফুড স্ট্রিট শহরে চালু হয়ে যাচ্ছে কয়েকদিনের মধ্যেই। শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে এসএফ রোডে এই ফুড স্ট্রিট করা হয়েছে। সেখানে তৈরি করা হয়েছে আধুনিক খাবারের স্টল।
রবিবার সেই স্টলগুলি লটারির মাধ্যমে দেওয়া হবে ব্যবসায় আগ্রহীদের। যে স্টলের ভাড়া বাবদ পুরনিগমকে মাসে ১০০০ টাকা করে দিতে হবে। শিলিগুড়িতে মর্ডানাইজড ফুড স্ট্রিট করার ব্যাপারে চিন্তাভাবনা অনেকদিন ধরেই ছিল শিলিগুড়ি পুরনিগমের। আপাতত ২০ টি স্টল তৈরি করা হয়েছে। যেগুলি সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এসএফ রোডে শিলিগুড়ি দমকল কেন্দ্রের উল্টোদিকে ফুড স্ট্রিট করা হয়েছে। গত বুধবার অবধি স্টলের জন্য পুরনিগমে অনলাইনে আবেদন করেছেন আগ্রহীরা। রবিবার লটারির মাধ্যমে সেই স্টলগুলি বিলি করা হবে। স্টলগুলিকে যেমন সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে তেমনি সেখানে লাগানো হয়েছে নতুন লাইট, বসানো হয়েছে বেঞ্চ। রাজ্যে শিলিগুড়ির এই ফুড স্ট্রিট মডেল হবে বলে আগেই জানিয়েছিলেন মেয়র গৌতম দেব। ফুড স্ট্রিটে বায়ো টয়লেটেরও ব্যবস্থা করা হয়েছে। প্রায় ১ কোটি টাকা খরচে ফুড স্ট্রিটটি তৈরি করা হয়েছে।