শিলিগুড়ি,২৩ মার্চঃ এমবিবিএস ডিগ্রি নেই।নেই রেজিস্ট্রেশন নম্বরও।তারপরও নার্সিংহোমে অপারেশন থিয়েটারে ঢুকে করছিলেন অস্ত্রোপচার।ভাবুন অবস্থাটা।ঘটনা শিলিগুড়ির এক নার্সিংহোমের।অভিযুক্ত ডাক্তারের নাম গোসুল আলি। ইতিমধ্যেই শিলিগুড়ি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিয়েছে।গত রবিবার হিলকার্ট রোডের মুখার্জি হাসপাতাল নামে এক নার্সিংহোমের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই গোসুল আলিকে গ্রেফতার করে।
জানা গিয়েছে, অভিযুক্ত ডাক্তার গোসুল আলি কলকাতার ট্যাংরার বাসিন্দা।কলকাতা থেকে বিমানে শিলিগুড়িতে আসা-যাওয়া ছিল তাঁর।রবিবার শিলিগুড়ি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসবাদ শুরু করতেই নানা তথ্য সামনে আসছে।গত ২ মার্চও সে অপারেশন থিয়েটারে ছিল বলে পুলিশ জানতে পেরেছে।এদিকে ধৃত ভুয়ো ডাক্তার পুলিশকে জানিয়েছে,পাটনা থেকে সে ভুয়ো ডিগ্রি নিয়েছে।
এই নিয়ে নার্সিংহোমের ডিরেক্টর ডঃ মৈনাক মুখার্জি বলেন,আমরাই পুলিশকে অভিযোগ জানিয়েছি।ওই গোসুল আলির সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।সে অন্য এক ডাক্তারের সঙ্গে এখানে এসেছিল।
অন্যদিকে সরকার পক্ষের আইনজীবী সুদীপ রায় বাসুনিয়া জানান, বিহার থেকে তিনি ভুয়ো সার্টিফিকেটগুলি নিয়েছেন।তাকে পুলিশি হেপাজতে নেওয়া হয়েছে।কলকাতায় তাঁর বাড়িতে গিয়েও সমস্ত তথ্য খতিয়ে দেখা হবে।