শিলিগুড়ি,১১ নভেম্বরঃ শিলিগুড়ি শহরজুড়ে ফ্রেন্ডশিপ ক্লাবের আড়ালে কালো ব্যবসার কারবার।গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নেমে গুরুং বস্তিতে একটি বাড়ি থেকে দুই যুবককে আটক করল প্রধাননগর থানার পুলিশ।সেখানে বাড়ি ভাড়া নিয়ে ফ্রেন্ডশিপ ক্লাব চলছিল বলে অনুমান পুলিশের।সেইমতো বুধবার বিকেলে সেখানে হানা দেয় প্রধাননগর থানার পুলিশের একটি দল।দুই যুবককে আটক করা হয় এবং সেখানে প্রচুর কাগজপত্র পাওয়া গিয়েছে যেখানে ভিন রাজ্যের যুবকদের নাম,ফোন নম্বর সহ বিভিন্ন তথ্য লেখা রয়েছে।
পুলিশের অনুমান,এই নম্বরগুলিতে ফোন করে বিভিন্নভাবে টোপে ফেলে প্রতারণা করে তাদের কাছ থেকে টাকা আদায় করা হতো।ইতিমধ্যেই আটক দুই যুবককে থানায় নিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত,শিলিগুড়ির বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তেলেঙ্গানা পুলিশ তিনজনকে গ্রেফতার করে তাদেরকে ট্রানজিট রিমান্ডে নিয়ে গেছে।যাদের বিরুদ্ধে এমনই ফ্রেন্ডশিপ ক্লাবের আড়ালে প্রতারণার অভিযোগ উঠেছিল।তারপর থেকেই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফেও শহরের বিভিন্ন জায়গায় অবৈধ কলসেন্টারগুলির বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।
এদের কে ননবেল সেকশন এ কেস দেওয়া উচিত আর 6.থেকে 1বছর জেল করা দরকার । তাহলেই কিছুটা পরিবর্তন হবে !!