শিলিগুড়ি,২৩ সেপ্টেম্বরঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫ কিলো সোনা সহ দুজনকে গ্রেফতার করল ডিআরআই।এছাড়াও ঘটনায় একটি গাড়িও আটক করা হয়েছে।ধৃতদের নাম রাকেশ কুমার গুপ্তা ও হরিশ চন্দ্র প্রসাদ।রাকেশ বিহারের বাসিন্দা হলেও পশ্চিমবঙ্গেই থাকে।অন্যদিকে হরিশ পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে।
ডিআরআই সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ির বর্ধমান রোড থেকে রাকেশ ও হরিশকে গ্রেফতার করে ডিআরআই।ধৃতরা মায়ানমার থেকে কলকাতায় এই সোনা পাচার করছিল।ধৃতদের কাছ থেকে ৪ কিলো ৯৮০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে।যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৬৫ লক্ষ ৯২ হাজার ৭০২ টাকা।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারতক তাদের ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।