শিলিগুড়ি,২৯ মেঃ ঝা চকচকে হোটেল। মিলবে প্রোটিন যুক্ত খাবার। শিলিগুড়ির ১১ টি হোটেলে পেইড কোয়ারেন্টিন সেন্টার চালু।
ইতিমধ্যেই জেলা প্রশাসনের সঙ্গে এক আলোচনার পর শিলিগুড়ির ১১ টি হোটেলে এই পরিষেবা চালু করা হয়েছে। বাইরের রাজ্য থেকে আসা কেউ চাইলেই এই হোটেল গুলিতে রুম ভাড়া নিয়ে থাকতে পারবেন কোয়ারেন্টিনে।ইতিমধ্যেই ৪০% ভাড়া কমানোর কথা বলা হয়েছে হোটেলগুলিকে।সরকারি নির্দেশিকায় শিলিগুড়ির ডলি ইন, হোটেল হেরিটেজ, দ্যা কাঞ্চনজঙ্ঘা লজ, হোটেল সেন্ট্রাল পার্ক, হোটেল স্বস্তিক, হোটেল স্বস্তিক রেসিডেন্সি, হোটেল হলিডন, হোটেল মাউন্টনভিউ, হোটেল সচিত্র, ম্যারিয়ট ও আর্য হোটেলে এই পেইড কোয়ারেন্টিন চালু করা হয়েছে।
প্রশাসনের তরফে হোটেল মালিকদের বলা হয়েছে হোটেল কর্মীদের যাবতীয় সুরক্ষা মেনে কাজ করতে হবে।কোয়ারেন্টিনে আসা প্রত্যেকের ব্যাগ স্যানিটাইজড করতে হবে।কেউ যাতে কোয়ারেন্টিনে আসা মানুষদের সংস্পর্শে না আসেন সেদিকে নজর রাখতে হবে।এছাড়াও শিগগির হোটেল কর্মীদের সরকারের তরফে পিপিই দেওয়া হবে।