শিলিগুড়ি, ১১ এপ্রিলঃ শহরকে আবর্জনা মুক্ত করতে একাধিক পদক্ষেপ করেছে শিলিগুড়ি পুরনিগম।সেই লক্ষ্যে মঙ্গলবার দুটি পেলো্ডার গাড়ি নামানো হল।
মঙ্গলবার দুটি পেলোডার গাড়ির সূচনা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।উপস্থিত ছিলেন জঞ্জাল বিভাগের মেয়র পরিষদ মানিক দে ও পুরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া সহ অন্যান্যরা।
এই বিষয়ে মেয়র গৌতম দেব জানান, শহরকে শূন্য আবর্জনায় পরিণত করাই হল আমাদের লক্ষ্য।১০৭ টি গাড়ি নিয়ে পথচলা শুরু করেছিল তৃণমূল পুরবোর্ড।বর্তমানে গাড়ির সংখ্যা ১৮৯টি।এই সমস্ত গাড়ি সর্বক্ষণ শহরের আবর্জনা পরিষ্কারের সেবায় নিযুক্ত থাকবে।শীঘ্রই আমাদের লক্ষ্য পূরণ হবে বলে জানান তিনি।