শিলিগুড়ি লেকটাউন বয়েজ ক্লাবের তরফে গরীব মানুষদের খাবার বিতরণ

শিলিগুড়ি, ১৩ মেঃ শিলিগুড়ি লেকটাউন বয়েজ ক্লাবের তরফে ৭০০ দুঃস্থ-গরীব মানুষদের খাবার বিতরণ করা হল।


উল্লেখ্য, রবিবার থেকে ৩ দিন ধরে গরীব মানুষদের সেবা করার উদ্যোগ নেওয়া হয়। রবিবার চাল, ডাল, তেল, সোয়াবিন, সাবান, বিস্কুট, পাউরুটি বিতরণ করা হয়। এরপর মঙ্গলবার খিচুড়ি বিতরণ করা হয়। বুধবার ডিম,সোয়াবিন,ভাজা ও ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হয়।
এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন ৩৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সমীরন সুত্রধর সহ ক্লাবের সদস্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibomOnwin