শিলিগুড়ি লায়ন্স নেত্রালয়ে ৬৫০ টাকায় মিলবে করোনা টিকা

শিলিগুড়ি,২৩ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি লায়ন্স নেত্রালয়ে ৬৫০ টাকায় মিলবে করোনা টিকা।বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানালেন শিলিগুড়ি লায়ন্স নেত্রালয়ের সদস্যরা।


এদিন শিলিগুড়ি লায়ন্স নেত্রালয়ের রিজিয়ন ৩ চেয়ারপার্সন জয়ন্ত সাহা বলেন,লায়ন্স নেত্রালয়ে ৬৫০ টাকায় বিনিময়ে কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজ পাওয়া যাবে।১৮ বছর বয়সের ঊর্ধ্বে সকলকে টিকাকরণ করানো হবে।সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই পরিষেবা দেওয়া হবে।

এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজু লখোটিয়া,কিশোর চাচান, জিএমটি কো-অর্ডিনেটর সুরেশ আগরওয়াল, রামকুমার আগরওয়াল, নির্মল সাহা, সঞ্জয় মিত্তল, শ্যাম কনসল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *