শিলিগুড়ি,২৩ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি লায়ন্স নেত্রালয়ে ৬৫০ টাকায় মিলবে করোনা টিকা।বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানালেন শিলিগুড়ি লায়ন্স নেত্রালয়ের সদস্যরা।
এদিন শিলিগুড়ি লায়ন্স নেত্রালয়ের রিজিয়ন ৩ চেয়ারপার্সন জয়ন্ত সাহা বলেন,লায়ন্স নেত্রালয়ে ৬৫০ টাকায় বিনিময়ে কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজ পাওয়া যাবে।১৮ বছর বয়সের ঊর্ধ্বে সকলকে টিকাকরণ করানো হবে।সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই পরিষেবা দেওয়া হবে।
এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজু লখোটিয়া,কিশোর চাচান, জিএমটি কো-অর্ডিনেটর সুরেশ আগরওয়াল, রামকুমার আগরওয়াল, নির্মল সাহা, সঞ্জয় মিত্তল, শ্যাম কনসল।