শিলিগুড়িতে লকডাউনে কড়াকড়ি থাকবেঃ মুখ্যমন্ত্রী

শিলিগুড়ি,১৭ এপ্রিলঃ শিলিগুড়ি খুব গুরুত্বপূর্ণ জায়গা। যেকারণে সেখানে লকডাউনে কড়াকড়ি থাকবে। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ নবান্নে করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, শিলিগুড়ি গুরুত্বপূর্ণ জায়গা। সীমান্ত এলাকা রয়েছে। তাই সেখানে লকডাউন নিয়ে কড়াকড়ি থাকবে।


প্রসঙ্গত, ইতিমধ্যেই শিলিগুড়িতে লকডাউন কাড়াকড়ি করতে রাস্তায় নেমেছে পুলিশ। উপেক্ষাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ। নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে অনেকের নামে। শহরজুড়ে বিভিন্ন জায়গায় নাকা তল্লাশিও চলছে।


3 thoughts on “শিলিগুড়িতে লকডাউনে কড়াকড়ি থাকবেঃ মুখ্যমন্ত্রী

  1. B Nayak says:

    Siliguri te policer chokher samnei…siligurir fulleswari bazar theke nts more & tikiyapara more porjonto sokal theke bikel porjonto onek onek manush, bike abong toto cholafera kore, aekhane lockdown keu manchena ar police putuler moton chupchap bose thake ar amader DIDI bolchen je siliguri te lockdown korakori ache. Dorkar porle ekta video pathiye debo…tokhoni bujhte parben DIDI je siliguri te lockdown niye onekei chhelekhela korche.

  2. Ratul says:

    Come at Fairani jote near Ranidanga..people r busy with playing cards…beside the tea gardens….and specially u ll see cricket match near Ranidang… Beside Gouranga moth

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet giriş