শিলিগুড়িতে মহানন্দা অভয়ারণ্যে চালু সাফারি, দেখতে পারবেন বন্যপ্রাণী ও পাখি

শিলিগুড়ি, ২৭ নভেম্বরঃ জলদাপাড়া ও গরুমারার ন্যায় এবার নয়া সাফারি চালু শিলিগুড়ির অদূরে সুকনায় মহানন্দা অভয়ারণ্যে। সাফারিতে দেখা মিলবে নানা বন্যপ্রাণী ও পাখির।  আপাতত ১ ঘণ্টার সাফারিতে বন্যপ্রাণী, বন ও পাহাড়ের সৌন্দর্য দেখার সুযোগ করে দিলো বনদপ্তর। শুক্রবার নতুন এই সাফারির উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল(বন্যপ্রাণ) বিনোদকুমার যাদব, উত্তরবঙ্গের মুখ্য বনপাল(বন্যপ্রাণ) রাজেন্দ্র জাখর, পদ্মজা নাইডু চিড়িয়াখানার ডিরেক্টর ধরমদেও রাই ও অন্যান্য বনাধিকারিকেরা।


সুকনায় বনদপ্তরের অফিস কিংবা অনলাইনে(wbsfda.org) এই সাফারির টিকিট কাটা যাবে। মাথাপিছু টিকিটের দাম রাখা হয়েছে ৩০০ টাকা। এখন একটি বাস সাফারির জন্য আনা হয়েছে। ২৮ জনের বসার জায়গা থাকলেও করোনার জন্য ২০ জন একসময়ে সাফারি করতে পারবেন। সকাল ৬ টা থেকে ৮ টা ৪৫ মিনিট ও বিকাল ৩ টা থেকে সাড়ে ৪ টা অবধি সাফারি হবে।

প্রায় ১ ঘণ্টার এই সাফারিতে ওয়াচ টাওয়ার থেকে জঙ্গল দেখার পাশাপাশি হরিণ, বাইসন, নানা ধরনের পাখি ও চিতাবাঘ দেখারও সুযোগ মিলবে। পরবর্তীতে এই সাফারি জনপ্রিয় হলে আরও নানা আকর্ষণীয় সাফারি চালু করা হতে পারে। এদিন অভয়ারণ্যের ভিতরে মনোদিয়া ওয়াচ টাওয়ারের সামনে থেকে বেশকিছু পাখি ও বনমুরগী জঙ্গলে ছাড়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusubaywin girişmatadorbet girişcasibomgrandpashabet giriş