শিলিগুড়ি,১৩ সেপ্টেম্বরঃ প্রেমিকাকে খুন করে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল দেহ।ঘটনার ৪ মাস পর মাটি খুঁড়ে দেহ উদ্ধার করল মাটিগাড়া থানার পুলিশ।
কয়েকদিন আগে মাটিগাড়ায় পরিবহননগরের কাছে এক মহিলার দেহ পাওয়া যায়। সেই সূত্রেই গ্রেফতার করা হয় মহম্মদ আখতার হুসেন নামে এক যুবককে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে গত চার মাস আগে সে তার প্রেমিকাকে খুন করে এবং মাটিগাড়া রেলগেটের কাছে গুদামের পেছনে মাটি খুঁড়ে দেহ লুকিয়ে রাখা হয়েছে।তারপরেই তার বয়ানের ভিত্তিতে সোমবার দুপুরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলে যায় মাটিগাড়া থানার পুলিশ। মাটি খুঁড়ে দেহ উদ্ধার করা হয়। অন্যদিকে যে যুবতির দেহ উদ্ধার হয়েছে তার মাকেও ঘটনাস্থলে নিয়ে যায় মাটিগাড়া থানার পুলিশ।তিনি তার মেয়ের দেহ সনাক্ত করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,মহম্মদ আখতার হুসেনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ওই যুবতির সঙ্গে। চার মাস আগে প্রেমিকার সঙ্গে মদ্যপান করে সে। তারপরেই দুজনের মধ্যে কোনও ঝামেলা হওয়ায় প্রেমিকাকে খুন করে মাটির তলায় পুঁতে দেয় মহম্মদ আখতার হুসেন। ইতিমধ্যেই যুবককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।