নারীদের প্রতি সম্মান জানাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নয়া কর্মসূচি ‘Respect Women’

শিলিগুড়ি,৯ জুলাইঃ নারী সুরক্ষা ও নারীদের প্রতি সম্মান জানাতে নয়া উদ্যোগ গ্রহণ করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।‘Respect Women’ নামে এই নতুন কর্মসূচির উদ্বোধন করেছেন শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা,আইসি নর্থ বেঙ্গল ডিপি সিংহ এবং শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক গৌতম দেব।


ইতিমধ্যেই বাগডোগরা বিমানবন্দরে ট্যাক্সি ও ক্যাবগুলিতে ‘Respect Women’ এর লিফলেট লাগানো হয়েছে।এছাড়াও হেল্প লাইন নম্বরও জারি করা হয়েছে।নম্বরগুলি হল ১০০,৩৫৩২৬৬২২১০ এবং ৭০০১৩১০১২৭।

এই বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, শিলিগুড়ি একটি গুরুত্বপূর্ণ শহর।প্রতিদিন প্রচুর মানুষ এই শহরে আসেন।যে কারণে আমরা ‘Respect Women’ নামে এই নতুন কর্মসূচীর উদ্বোধন করলাম।বেশকিছু হেল্পলাইন নম্বরও জারি করা হয়েছে।প্রায়ই শহরে আসা মহিলাদের তরাই,ডুয়ার্স ও পাহাড়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়।তারা এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করতে পারবেন এবং দ্রুত তাদের সাহায্য করা হবে প্রশাসনের তরফে।এছাড়াও শহরে যে কোনোরকম অসামাজিক কার্যকলাপ রুখতে প্রতিজ্ঞাবদ্ধ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন গৌতম দেবও।     


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *