শিলিগুড়ি, ১৭ জুনঃ ২ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে শিলিগুড়ি পুরনিগম।শুধুমাত্র জরুরী পরিষেবা চালু থাকবেই বলে জানালেন শিলিগুড়ি পুরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া।
প্রসঙ্গত, শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য করোনায় আক্রান্ত হয়েছেন।আজ তার রিপোর্ট পজিটিভ আসে।যে কারণে পুরনিগম বন্ধ রেখে ২ দিন স্যানিটাইজেশনের কাজ চলবে বলে জানিয়েছেন শিলিগুড়ি পুরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া।
অন্যদিকে গত ৭ দিনে অশোক ভট্টাচার্যের সংস্পর্শে পুরনিগমের কোন-কোন আধিকারিক এবং কর্মীরা এসেছিলেন তার একটি তালিকা তৈরি করা হচ্ছে।সেই তালিকা অনুযায়ী প্রত্যেককে আগামী কয়েকদিন হোম কোয়ারেন্টিনে থাকার কথা বলা হবে বলে জানিয়েছেন পুরনিগমের কমিশনার।