শিলিগুড়ি,১৭ জুনঃ ২ দিনের বদলে ৩ দিনের জন্য বন্ধ করা হল শিলিগুড়ি পুরনিগম।যদিও প্রথমে স্যানিটাইজেশনের জন্য ২ দিন পুরনিগম বন্ধ রাখা হবে বলে জানিয়েছিলেন শিলিগুড়ি পুরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া।তবে জরুরী পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছেন তিনি।এরপরেই সুরক্ষার খাতিরে ৩ দিনের জন্য পুরনিগম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য করোনায় আক্রান্ত হয়েছেন।আজ তার রিপোর্ট পজিটিভ আসে।এরপরেই পুরনিগম বন্ধ রেখে স্যানিটাইজেশনের কাজ শুরু করা হয়।