শিলিগুড়ি,৪ ফেব্রুয়ারিঃ স্বাস্থ্যসাথী কার্ডের ফলেই নার্সিংহোমমুখী হচ্ছেন ক্যানসার আক্রান্ত রোগীরা।বিশ্ব ক্যানসার দিবসে এমনটাই জানালেন শিলিগুড়ি নার্সিংহোমের ডাক্তার সপ্তর্ষী ঘোষ।
৪ ফেব্রুয়ারী বিশ্ব ক্যানসার দিবসে শিলিগুড়ি নার্সিংহোম ও মনীষা নন্দী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দার্জিলিং মোড়ের একটি বেসরকারি হোটেলে এক সেমিনার আয়োজিত হয়।এই সেমিনারে ক্যানসারের বিভিন্ন ভাগ এবং কিভাবে তার চিকিৎসা হওয়া উচিত সেইসমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। শিলিগুড়ি নার্সিংহোমের চিকিৎসক ডঃ সপ্তর্ষী ঘোষ বলেন, ক্যানসার নিয়ে সচেতনতা এখন বাড়ছে এবং সঠিক সময়ে ক্যানসার ধরা পড়লে তা থেকে মুক্তি পাওয়াও সম্ভব। তিনি আরও জানান, আর্থিক অভাবের কারনে আগে অনেকেই চিকিৎসার জন্য নার্সিংহোমে আসতেন না যার ফলে অনেক রোগীর কথা জানা যেত না। তবে স্বাস্থ্যসাথী কার্ডের ফলে রোগীরা এখন নার্সিংহোমে আসার সাহস পাচ্ছেন। শিলিগুড়ি নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসাও চলছে বলে জানান তিনি।
এদিনের সেমিনারে ক্যানসার জয়ী বেশকিছু মানুষ উপস্থিত ছিলেন। আজ বিশ্ব ক্যানসার দিবসে তারা তাদের যুদ্ধের কথা শোনান। যা স্বাভাবিকভাবেই ক্যানসার আক্রান্ত রোগীদের মনের সাহস বাড়াবে। কোচবিহারের ঘোকষাডাঙার বাসিন্দা স্বস্তিকা সরকার দাস জানান, তিনি দীর্ঘদিন ধরে স্তন ক্যনসারে আক্রান্ত, বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ডের সাহায্যে শিলিগুড়ি নার্সিংহোমে তার চিকিৎসা চলছে।