শিলিগুড়ি,১২ জানুয়ারিঃ শিলিগুড়িতে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মজয়ন্তী।শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন,রাজনৈতিক দল এবং বিভিন্ন ক্লাবের তরফে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করা হয়।
এদিন শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডে স্বামীজি মোড়ে স্বামী বিবেকানন্দের পুনঃস্থাপিত পূর্ণাঙ্গ মূর্তি উন্মোচন করেন মেয়র গৌতম দেব।পাশাপাশি প্রদীপ প্রজ্বলন করে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মেয়র।উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র তথা ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন সরকার, পুর চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী।এছাড়াও স্বামীজি ক্লাবের সদস্যরা সহ মঠের সন্ন্যাসীরাও উপস্থিত ছিলেন।