শিলিগুড়ি,৪ আগস্টঃ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ১১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার পুলিশ লাইনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হল।অনুষ্ঠানের শুভ সূচনা করেন শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা।
অনুষ্ঠানে গৌরব শর্মা পুলিশ কমিশনারেটের বিগত সময়ের বিভিন্ন ঘটনা তুলে ধরেন।পাশাপাশি তিনি জানান,শুধুমাত্র অপরাধমূলক কাজ দমনই নয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শিক্ষাক্ষেত্রেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।দুঃস্থ শিশুদের জন্য মাটিগাড়া ও শিলিগুড়ি থানায় ই-শিক্ষা চালু করা হয়েছে।এছাড়াও ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন শিবিরের আয়োজন করা হচ্ছে।
এছাড়াও এদিন ৫২ জন পুলিশ কর্মীকে মেডেল ও মানপত্র দিয়ে সংবর্ধনা জানান পুলিশ কমিশনার গৌরব শর্মা।