শিলিগুড়ি,২১ জানুয়ারিঃ উদ্দেশ্য পুলওয়ামায় শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো।যে কারনে ২০১৯ সালের ৯ এপ্রিল কর্ণাটকের সিআরপিএফ ক্যাম্প থেকে যাত্রা শুরু করেছেন পেশায় মিউজিসিয়ান উমেশ গোপীনাথ যাধব।আজ ৫২ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে শিলিগুড়ি এসে পৌঁছান তিনি।শিলিগুড়ির রানিডাঙা সিআরপিএফ ক্যাম্পে এসে শহীদ স্মারকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এই যাত্রার মাধ্যমে গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় শহীদ জওয়ানদের বাড়িতে যান তিনি।প্রতিটি শহীদ জওয়ানের বাড়ি থেকে মাটি সংগ্রহ করেন তিনি।জানা গিয়েছে,আগামী ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে সংগ্রহীত সেই মাটি দিয়ে পুলওয়ামায় ভারতের মানচিত্র বানাবেন তিনি।
শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উমেশ গোপীনাথ যাধব বলেন, তার প্রধান উদ্দেশ্য পুলওয়ামা,কার্গিল এবং অন্যান্য হামলায় শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানানো।যুব সমাজের মনে দেশের প্রতি প্রেম জাগাতে এবং শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি এই কর্মসূচি গ্রহণ করেছেন।তার এই যাত্রা আগামী ৯ এপ্রিল শেষ হবে।