শিলিগুড়ি, ২০ নভেম্বরঃ রহস্যজনকভাবে নিখোঁজ ৩ নাবালিকা।উদ্বিগ্ন পরিবার।
জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ দীপা রায়, মনিকা সরকার এবং প্রিয়াঙ্কা শীল জন্মদিন পালনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।এরপর তারা আর বাড়ি ফেরেনি। নিখোঁজ তিনজনেরই বয়স ১৪ বছর। কবি সুকান্ত হাইস্কুলের ছাত্রী তারা।শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের পঞ্চানন কলোনির বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গতকাল বিকেলে কবি সুকান্ত স্কুলের সামনে শেষবার দুই নাবালিকাকে দেখা গিয়েছিল।এরপর থেকে আর তাদের কোনো সন্ধান মেলেনি।বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়ার পর শেষ পর্যন্ত প্রধান নগর থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে প্রধাননগর থানার পুলিশ।খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।এদিকে নাবালিকাদের খোঁজ না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
