শিলিগুড়ির,১৪ এপ্রিলঃশিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা ঘিরে উত্তপ্ত হল জ্যোতিনগর এলাকা।
দুদিন ধরেই এলাকায় ঝামেলা চলছে। সোমবার ভোরেও ঝামেলার ঘটনা ঘটে। বেশ কয়েকজন আহত হন।
এরপরই এলাকায় বিশাল পুলিশ বাহীনি পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ দিন সকালে এলাকায় যান পুলিশ কমিশনার সি সুধাকর সহ অন্যান্য পুলিশ কর্তারা। জ্যোতিনগর ও আশপাশের এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ রুট মার্চ করে।
এদিন পুলিশ কমিশনার জানান, দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কাউকে গুজবে কানে না দেওয়ার কথা জানান।