শিলিগুড়ি, ১৩ মেঃ হাইকোর্টের নির্দেশে অপ্রশিক্ষিত প্রায় ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল।এই তালিকায় রয়েছেন শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকার কয়েকশো প্রাথমিক শিক্ষক শিক্ষিকা।হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে শনিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক চত্বরে অবস্থান বিক্ষোভে সামিল হলেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা।
অভিযোগ, বিচারের নামে প্রহসন করেছে হাইকোর্ট।যেসময়ে তাদের চাকরি হয়েছে সেইসময় নিয়ম অনুযায়ী প্রাথমিকে চাকরি পেতে প্রশিক্ষণ প্রয়োজন ছিল না।পরবর্তীতে সেই নিয়ম বের হলে তারা প্রত্যেকেই প্রশিক্ষণ নিয়েছেন।হাইকোর্টের এই নির্দেশের তীব্র নিন্দা করেন তারা।
এদিন ন্যায় বিচারের দাবী জানান আন্দোলনকারীরা।
