শিলিগুড়ি, ১ নভেম্বরঃ কালীপুজো গেলেই ছটপুজো।তার আগে বিভিন্ন ঘাট পরিদর্শনের পাশাপাশি পুজোয় কোথায় কী ব্যবস্থা থাকছে তা সরজমিনে খতিয়ে দেখছেন জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকেরা।
ছটপুজোয় প্রতিটি ঘাটে কীভাবে পুজো হবে ও যাবতীয় ব্যবস্থার খোঁজ নিতে সোমবার লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট, সন্তোষীনগর ঘাটে যান জেলাশাসক এস পন্নমবলম, পুলিশ কমিশনার গৌরব শর্মা, এসজেডিএ ও পুরনিগমের আধিকারিকেরা।
প্রতিবছর লালমোহন মৌলিক ঘাটে প্রচুর সংখ্যায় পূর্ণ্যার্থীরা ছটপুজো করে থাকেন।গতবছর ঘাট নতুন করে তৈরি করা হলেও সেখানে সিঁড়ি ছিলনা।ফলে অনেকে পুজো করতে পারেননি সেই ঘাটে।এবছর সেখানে ঘাটে নামার সিঁড়ি ও নতুন করে ঘাট তৈরি করে দেওয়া হয়েছে।এতে খুশি সেখানকার পুজো আয়োজকেরা।
এদিন মহানন্দায় লালমোহন মৌলিক ঘাটে পুজোর আয়োজনে যারা থাকেন তাঁদের সঙ্গেও কথা বলেন জেলাশাসক ও পুলিশ কমিশনার।পাশাপাশি সন্তোষী নগরের ঘাটও পরিদর্শন করেন।পুজোয় ঘাটে নিরাপত্তা বজায় রাখতে যথেষ্ট পুলিশ কর্মী ও যাবতীয় ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার গৌরব শর্মা।