শিলিগুড়ি, ১২ ফেব্রুয়ারিঃ সকাল থেকেই শিলিগুড়ি পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে বুথ পরিদর্শন করছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ।
এদিন পুরনিগমের ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খুশবু মিত্তলের সঙ্গে দেখা করেন পাপিয়া ঘোষ এরপর অন্যান্য ওয়ার্ড পরিদর্শনে বের হন তিনি।
এদিন পাপিয়া ঘোষ বলেন, মানুষের এত উৎসাহ উদ্দীপনা একবারে চোখে পড়ার মত।শিলিগুড়িবাসী এবার সত্যিই পরিবর্তন চাইছে।সিপিআইএম কংগ্রেস-বিজেপি এরা সকলে মিলে একটি অশুভ জোট হয়েছে তারা দিদিকে আটকাতে চাইছে।বিগত দিনের মতো এবারও জিতে যাবে উন্নয়ন।