শিলিগুড়ি, ৯ আগস্টঃ শিলিগুড়িতে হবে ঝা চকচকে রাস্তা। রাস্তার দুপাশ ভরে থাকবে সবুজ গাছে। রাস্তার পাশে থাকবে প্রবীণদের জন্য বসার জায়গা। এছাড়াও আলাদা করে ফুটপাথ থাকবে। ওপেন জিম থাকবে এলাকায়। সকাল ও বিকালে সেখানে শরীর চর্চা করতে পারবেন বাসিন্দারা। শিলিগুড়ি শহরে একটি মডেল রোড গড়ে তোলা হবে। যেখানে এই সমস্তকিছু থাকতে চলেছে। খুব শীঘ্রই এমন একটি মডেল রোড তৈরি করা হবে শহরে। পরবর্তীতে অন্যান্য এলাকাতেও তৈরি হবে এই মডেল রোড। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের তরফে মডেল রোডটি তৈরি হবে।
জানা গিয়েছে, শিলিগুড়ির শক্তিগড় এলাকার ৩ নম্বর রোডকে মডেল রোড হিসেবে তৈরি করার জন্য বেছে নেওয়া হয়েছে। এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানান, ৩ নম্বর রোডে রবীন্দ্র মঞ্চের সামনের এই রাস্তাটিকে সুন্দরভাবে গড়ে তোলা হবে। এলাকায় একটি ওপেন জিমও তৈরি করা হবে। সেখানে আট থেকে আশি সকলে শরীরচর্চা করতে পারবেন। জিমের সরঞ্জাম যাতে চুরি না হয় সেজন্য যাবতীয় ব্যবস্থাও থাকবে। মডেল রোড করার এই কাজ খুব শীঘ্রই শুরু করা হবে বলে জানান চেয়ারম্যান।
অন্যদিকে বর্ধমান রোডকেও সাজিয়ে তোলা হবে। বর্ধমান রোডে রাস্তা দখলমুক্ত করার পাশাপাশি যেখানে সেখানে গাড়ির পার্কিং বন্ধ করা হবে বলে জানা গিয়েছে।