শিখ নববর্ষ উপলক্ষে শিলিগুড়ির গুরুদুয়ারায় শঙ্কর ঘোষ

শিলিগুড়ি, ১৩ এপ্রিলঃ শিখ নববর্ষ উপলক্ষে শিলিগুড়ির গুরুদুয়ারায় পৌঁছলেন শঙ্কর ঘোষ।


১৬৯৯ সালে শিখদের দশম গুরু গোবিন্দ সিং আজকের দিনে ‘খালসা পন্থ’ প্রবর্তন করেন।সেই দিন থেকে আজকের দিনটিকে বৈশাখী হিসেবে পালন করেন শিখ ধর্মের মানুষ।এই দিন উপলক্ষে আজ শিলিগুড়ির গুরুদুয়ারাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়।এদিন গুরুদুয়ারায় অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছান শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী শঙ্কর ঘোষ।গুরুদুয়ারায় প্রনাম করে এবং শিখ ধর্ম গুরুদের সঙ্গে দেখা করে আর্শিবাদ নেন।এদিন লঙ্গরে খাবারও খান তিনি।   

শঙ্কর ঘোষ বলেন, আজ শিখ নববর্ষের প্রথম দিন।শিখ নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই উৎসবে সামিল হতেই গুরুদুয়ারায় আসা।তিনি আরও বলেন, গুরুদুয়ারা লঙ্গরে খেলাম।এইসবই ভারতীয় সংস্কৃতি।এখানে ভোট প্রচার নয় শিখ ধর্মের মানুষের আনন্দ উৎসবে সামিল হতেই এখানে এসেছি।  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *