শিলিগুড়ি, ১৬ মার্চঃ নামী কোম্পানির নামে শিলিগুড়িতে নকল কসমেটিক সামগ্রী বিক্রির মামলা সামনে এল।এই ঘটনায় বোম্বে হাইকোর্টের নির্দেশে শনিবার শিলিগুড়ির হংকং মার্কেটে হানা দিল পুলিশ এবং লিগ্যাল সেল।উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে নকল কসমেটিক।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হংকং মার্কেটে।
সূত্রের খবর, কিছুদিন আগে বোম্বে হাইকোর্টে একটি কসমেটিক সামগ্রী তৈরির কোম্পানি পিটিশন দায়ের করে।তাদের অভিযোগ, বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়ির হংকং মার্কেটে কোম্পানির নামে নকল সামগ্রী বিক্রি করা হচ্ছে।যেকারনে কোম্পানির সুনাম নষ্ট হচ্ছে।পাশাপাশি গ্রাহকদের সঙ্গেও প্রতারণা করা হচ্ছে।
এরপরই বোম্বে হাইকোর্ট কোম্পানি এবং আদালতের প্রতিনিধিদলকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানোর নির্দেশ দেয়।এই নির্দেশের পরই শনিবার কোম্পানির সদস্য, আদালতের প্রতিনিধিদল, শিলিগুড়ি থানা এবং পানিট্যাঙ্কি ফাঁড়ির সঙ্গে মিলে হংকং মার্কেটের পাঁচটি দোকানে অভিযান চালায়।অভিযানে তিনটি দোকান থেকে কোম্পানির নামে তৈরি নকল কসমেটিক সামগ্রী উদ্ধার হয়েছে।একটি দোকানকে সিলও করে দেওয়া হয়েছে।
এই বিষয়ে বোম্বে হাইকোর্টের আইনজীবী বলেন, হাইকোর্টের নির্দেশে এই অভিযান চালানো হয়েছে।তিনটি দোকান থেকে প্রচুর পরিমাণে কোম্পানির নামে তৈরি নকল কসমেটিক সামগ্রী উদ্ধার হয়েছে।এই মামলার আগামী তারিখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।