শিলিগুড়ি, ৯ ডিসেম্বরঃ শিলিগুড়ির হোটেলে বাংলাদেশী পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করলো গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশী পর্যটকদের হোটেলে প্রবেশ নিষিদ্ধ এই সিদ্ধান্ত নিয়েছে অ্যাসোসিয়েশন।
প্রসঙ্গত, বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা এবং হিন্দুদের নির্যাতনের প্রতিবাদ জানিয়েই শিলিগুড়ির হোটেল গুলিতে নিষিদ্ধ করা হলো বাংলাদেশী পর্যটক।এই বিষয়ে গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে একটি বৈঠকও করা হয়।এরপর রবিবার সমস্ত অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে ভোট হয়।প্রায় ৯৭ শতাংশ ভোট পড়ে বাংলাদেশী পর্যটকদের হোটেলে প্রবেশ করতে দেওয়া হবে না এই সিদ্ধান্তে।
এই বিষয়ে অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান, মালদার পর আমরাও এই সিদ্ধান্ত নিয়েছি।বাংলাদেশে যেভাবে ভারতের পতাকার অবমাননা, হিন্দুদের অত্যাচার এবং সেখানকার নেতারা যেধরণের মন্তব্য করছেন এর প্রতিবাদ জানিয়েই অ্যাসোসিয়েশনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আমাদের সাময়িক অর্থনৈতিক ক্ষতি হলেও দেশের স্বার্থেই এই সিদ্ধান্ত।