শিলিগুড়ি, ৪ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির ইসকন মন্দিরে উদযাপন করা হল রাধারানীর আবির্ভাব দিবস।প্রতিবছরের ন্যায় এবছরও জাঁকজমকভাবে পালিত হল রাধাষ্টমী।রাধাষ্টমী উপলক্ষে বৃন্দাবন থেকে রাধা কৃষ্ণের পোশাক আসে।এদিন রীতি মেনে রাধাকৃষ্ণের স্নানযাত্রা ও অভিষেক করা হয়।
বিগত দু-বছর সংক্রমণের ফলে ইসকনে রাধাষ্টমীর অনুষ্ঠান পালন করা হলেও মন্দির প্রাঙ্গণে ভক্তদের প্রবেশ নিষেধ ছিল।তবে এবছর পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফিরতেই শিলিগুড়ি ইসকন মন্দিরে উপচে পড়ে ভক্তদের ঢল।শুধু শিলিগুড়ি নয় শিলিগুড়ির আশেপাশের বহু এলাকা থেকে ভক্তরা আসেন।
রাধাষ্টমী উপলক্ষে এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় শিলিগুড়ি ইসকনে।