শিলিগুড়ি, ৫ ফেব্রুয়ারিঃ জংশনে ডেমু শেডে একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে গেল রেলের লক্ষাধিক টাকার সামগ্রী। রবিবার রাতে গুদামে আগুন লাগে। যদিও সোমবার সকালে রেলের কর্মীরা কাজে এসে দেখতে পান গুদাম আগুনে পুড়ে গিয়েছে।
এদিকে রাতে সেখানে এক আরপিএফ কন্সটেবল মোতায়েন থাকে বলে জানান রেল কর্মীরা। কিন্তু কেন আগুনের ঘটনা নজরে এলো না তা নিয়ে প্রশ্ন উঠছে।
সোমবার সকালে ঘটনাস্থলে যান রেলের আধিকারিকেরা। আরপিএফের আধিকারিকেরাও সেখানে যান। জানা গিয়েছে ওই গুদামে ফিল্টার, কিছু আসবাবপত্র ও আরও নানা সামগ্রী ছিল। সবই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে কীভাবে সেখানে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে।