শিলিগুড়ি, ৭ নভেম্বরঃ শিলিগুড়ির বিভিন্ন কালীপূজা কমিটি গুলিকে নিয়ে বৈঠক সারল পুলিশ প্রশাসন।শনিবার শিলিগুড়ির উত্তরবঙ্গ মারোয়াড়ি প্যালেসে এই বৈঠকের আয়োজন করা হয়।
জানা গিয়েছে, এদিনের বৈঠকে পুলিশ প্রশাসনের তরফে বেশকিছু নির্দেশ দেওয়া হয়েছে।দূর্গাপুজার মত এবারে কালি পুজাতেও বিভিন্ন বিধিনিষেধ উল্লেখ করে দেওয়া হয়েছে।পাশাপাশি সরকারি নির্দেশ অনুযায়ী সুরক্ষাবিধি মেনেই পুজো করার কথা বলা হয়েছে।খোলামেলা পুজোমণ্ডপ করতে হবে, পুজো মণ্ডপে মাস্ক স্যানিটাইজার রাখতে হবে, মেলা বসবে না,কোনরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না,পুজো প্যান্ডেলে ভিড় করা যাবে না।
এবছর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত ৪১৭ পুজোর অনুমতি দেওয়া হবে।পাশাপাশি পূজা কমিটি গুলোকেও সতর্ক করে দেওয়া হয় যাতে তাদের পুজো প্যান্ডেলগুলির আশেপাশে কোন বাজি না ফাটে।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার ত্রিপুরারি অথর্ব, যুগ্ম কমিশনার সব্যসাচী রমন মিশ্রা,ডিসিপি হেডকোয়ার্টার জয় টুডু, এসিপি স্বপন সরকার, এসিপি চিন্ময় মিত্তল, মহকুমাশাসক সুমন্ত সহায় এবং এসএসবি,বিএসএফ,দমকল,স্বাস্থ্যবিভাগ, পুরনিগমের আধিকারিকরা।
ডিসিপি হেডকোয়ার্টার জয় টুডু বলেন, আগামীকাল থেকে পুজোর অনুমতি দেওয়া শুরু হবে।বাজির দোকানের ওপর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।পাশাপাশি কালীপূজার দিন বাজি ফাটাতে দেখা গেলে তাদের ওপরও ব্যবস্থা গ্রহণ করা হবে।