শিলিগুড়ি, ১৭ এপ্রিলঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শিলিগুড়ি শহর পেল দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লি।সোমবার কিরণচন্দ্র শশ্মানঘাটে দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব।
জানা গিয়েছে, প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের উদ্যোগে শিলিগুড়িতে তৈরি হয়েছিল কিরণচন্দ্র শ্মশান ঘাটের বৈদ্যুতিক চুল্লি।সেইসময় দুটি চুল্লি দিয়ে শুরু হয় শবদাহ প্রক্রিয়া।পরবর্তীতে একটি চুল্লি বিকল হয়ে যায়।সেই থেকে একটি চুল্লি দিয়েই শবদাহ প্রক্রিয়া চলছিল।এরফলে দুর্ভোগে পড়তে হত শহরবাসীকে।
অন্যদিকে কিরণচন্দ্র শ্মশান ঘাটের ওপর চাপ কমাতে সাহুডাঙ্গিতে তার বিকল্প একটি চুল্লি তৈরি করে এসজেডিএ।এরপরও কিরণচন্দ্র শশ্মানঘাটের ওপর চাপ কমেনি।এরপরই দ্বিতীয় চুল্লি তৈরি করার উদ্যোগ গ্রহণ করে শিলিগুড়ি পুরনিগম।সেইমত দ্রুত গতিতে এর কাজও শেষ করা হয়।
সোমবার সেই দ্বিতীয় চুল্লির উদ্বোধন করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার,কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া,চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাঠক সহ অন্যান্য বোর্ড সদস্যরা।
এদিন মেয়র গৌতম দেব জানান, মানুষের দাবি মেনে ১কোটি ৫৩ লক্ষ টাকা ব্যয়ে এই চুল্লি তৈরি করা হয়েছে।আরও কিছু আনুষাঙ্গিক কাজ রয়েছে, তাও দ্রুত শেষ করা হবে।