শিলিগুড়ি, ৫ মার্চঃ শিলিগুড়ি পুরনিগমের ১০ নম্বর ওয়ার্ডের মহাকালপল্লী এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, প্রতিভা দত্ত গত দুবছর ধরে তার ছেলে সঞ্জয়ের সঙ্গে ভাড়া বাড়িতে রয়েছেন।গত চারদিন ধরে ডাবগ্রামে তার বোনের বাড়িতে ছিলেন তিনি।
অন্যদিকে ছেলে সঞ্জয় প্রতিদিন রাতে তার কাজ শেষে বাড়ি ফিরত।কিন্তু গতকাল রাত ৯টার সময় বাড়িতে পৌঁছে প্রথমে দরজার তালা ভাঙা অবস্থায় দেখেন।এরপর ঘরে ঢুকতেই দেখতে পান সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।এরপরই চুরির ঘটনা নজরে আসে।ঘরের আলমারি ভেঙে ৫০ হাজারের বেশি নগদ টাকা এবং সোনার গয়না চুরি করে চম্পট দিয়েছে চোর।
ঘটনার পরই খবর দেওয়া হয় পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশকে।পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।