শিলিগুড়ি, ১৮ আগস্টঃ শিলিগুড়িতে নতুন বাসস্ট্যাণ্ড চালুর আগেই অশনি সংকেত।আদৌও সেখান থেকে বেসরকারি লোকাল বাসগুলি চলবে কিনা তা এখন প্রশ্নচিহ্নের মুখে পড়ল।শহরের যানজট কমাতে তিনবাত্তি মোড়ে নতুন বাসস্ট্যাণ্ড করা হচ্ছে ঠিকই।কিন্তু সেখান থেকে বাস চালাতে নারাজ বাস মালিকেরা।
শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে তৈরি হচ্ছে নতুন বাসস্ট্যাণ্ডটি। এনবিএসটিসি এর জমিতে পুরনিগমের তরফে বাসস্ট্যাণ্ডটি তৈরি করা হচ্ছে। যা অক্টোবর মাসে চালুর চিন্তাভাবনা করছে পুরনিগম। বেসরকারি লোকাল বাসগুলি সেখান থেকে চলাচল করবে বলেই ঠিক হয়েছে।মূলত কোর্টমোড়ের বাসস্ট্যাণ্ডটিকে সেখানে সরিয়ে নিয়ে যাওয়া হবে।এছাড়াও এনবিএসটিসি এর কিছু বাস সেখান থেকে চলবে।
কিন্তু কোর্টমোড়ের পরিবর্তে তিনবাত্তি মোড়ের কাছ থেকে বাসগুলিকে চলাচল করাতে হবে জানার পর কিছুটা অসন্তুষ্ট বাস মালিকেরা।কোর্টমোড় থেকে শিবমন্দির, বাগডোগরা, বিধাননগর, নকশালবাড়ি, খড়িবাড়ি, পানিট্যাঙ্কির বাস চলাচল করে থাকে।বাস মালিকদের কথা, তিনবাত্তি মোড়ে বাসস্ট্যাণ্ড চলে গেলে অনেক মানুষ সেখানে আর যাবেন না বাসের জন্য। ফলে বাসের যাত্রী সংখ্যা কমে যাবে।
নর্থ বেঙ্গল পেসেঞ্জার ট্রান্সপোর্ট কো অর্ডিনেশন কমিটির সম্পাদক প্রণব মানি বলেন, এখন কোর্ট মোড় থেকে ৭০-৮০ টি বাস চলাচল করে। ২০০৪ সালের পর থেকে নতুন বাস নামেনি।যানজট টোটো, অটোর কারণে হচ্ছে।বাসস্ট্যাণ্ডটিকে সরিয়ে দিলে তিনবাত্তি যেতেও যাত্রীদের টোটো, অটো ভাড়া করে সেখানে পৌছাতে হবে।বিষয়টি নিয়ে প্রয়োজনে আদালতে যাওয়া হবে বলে জানান তিনি।