শিলিগুড়ি, ৩ ডিসেম্বরঃ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের এক সাব-ইন্সপেক্টরকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে উত্তরপ্রদেশের এক স্কুল শিক্ষক এবং তার সহযোগীকে গ্রেফতার করলো মাটিগাড়া থানার পুলিশ। ধৃতদের নাম মদন মোহন সিং (৪০) এবং হেমন্ত কুমার (৬০)।
জানা গিয়েছে, গত আগস্ট মাসে শিলিগুড়ি এসওজির সাব-ইন্সপেক্টর একটি হুমকিমূলক ফোন কল পান।ফোনের অন্য প্রান্তে থাকা ব্যক্তি অশ্লীল ভাষা ব্যবহার করে তাকে খুনের হুমকি দেয়। অভিযোগের ভিত্তিতে মাটিগাড়া থানার পুলিশ তদন্ত শুরু করে এবং ওই ব্যক্তির ফোন নম্বর ট্র্যাক করে।
পুলিশ জানতে পারে, ফোন নম্বরটি উত্তরপ্রদেশের মাউ জেলার এক ব্যক্তির নামে রয়েছে।আগস্ট মাসে মাটিগাড়া থানার একটি বিশেষ দল উত্তরপ্রদেশে যায়, কিন্তু সেইসময় অভিযুক্ত পালিয়ে যায়।পরে অভিযুক্ত নিজেই আত্মসমর্পণ করে।এরপর মঙ্গলবার মাটিগাড়া থানার পুলিশ মদন মোহন সিংকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুমকি দেওয়া ব্যক্তি মদন মোহন সিং একজন স্কুল শিক্ষক। জিজ্ঞাসাবাদের সময় তিনি জানান, হেমন্ত কুমারের নির্দেশে তিনি সাব-ইন্সপেক্টরকে হুমকি দিয়েছিলেন। এরপর হেমন্ত কুমারকেও গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
