শিলিগুড়ি, ২ মেঃ সুপারম্যান হয়ে চুরির ঘটনা ঘটালো চোর।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের সমরনগর অটো স্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে, বাড়ির দেওয়াল থেকে সোজা ব্যালকনি দিয়ে ঘরে ঢুকে চুরির ঘটনা ঘটায় চোর।মোবাইল ফোন সহ নগদ টাকা চুরি হয়েছে।মঙ্গলবার সকালে ঘটনা নজরে আসে বাড়ির সদস্যদের।এরপর খবর দেওয়া হয় প্রধাননগর থানায়।পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।
এই বিষয়ে দেবা শর্মা বলেন, গতকাল রাতে ব্যালকনির গেট খোলা ছিল।গভীর রাতে ব্যালকনি দিয়ে চোর ঘরে ঢোকে।মোবাইল ফোন সহ নগদ ২০ হাজার টাকা চুরি হয়েছে।চুরির গোটা ঘটনা বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরাত ধরা পড়েছে।
পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে গোটা ঘটনার তদন্তে নেমেছে।