শিলিগুড়িতে বাড়ির সামনে থেকে উধাও বাইক, পাচারের পরও হল উদ্ধার

শিলিগুড়ি,১৭ অক্টোবরঃ বাড়ির সামনে থেকে চুরি হয়েছিল বাইক। ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে কুখ্যাত বাইক চোরকে গ্রেফতার করল শিলিগুড়ির এনজেপি থানার পুলিশ। গত ১৩ অক্টোবর বারিভাসা এলাকা থেকে মহম্মদ মুন্না নামে এক ব্যক্তির বাইক চুরি হয়। ভর দুপুরে বাড়ির সামনে থেকে বাইকটি চুরি হয়।


এরপরই এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাইক মালিক। অভিযোগ পেতেই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। এরপরই তদন্তে উঠে আসে হাসিবুল নামে কুখ্যাত বাইক চোরের নাম। গজলডোবা  ভোরের আলোর বাসিন্দা এই অপরাধীকে গ্রেফতার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। চুরির বাইকের খোঁজ শুরু হয়। অভিযুক্ত শিলিগুড়ি ও এনজেপি সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে বাইক চুরি করে ইসলামপুরের জুয়েল আলি নামে এক ব্যক্তিকে পাচার করতো। সেখান থেকে বাইকগুলি অন্যত্র বিক্রি করা হত।

এরপরেই এনজেপি থানার পুলিশ ইসলামপুরের দাসপাড়া এলাকায় যায়। সেখান থেকে উদ্ধার হয় চুরি যাওয়া বাইক। চুরি যাওয়া আরও বেশকিছু বাইকের সন্ধান করছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *