শিলিগুড়ির বিধান মার্কেটে বসল ক্লথ ব্যাগ ভেন্ডিং মেশিন

শিলিগুড়ি,১২ মেঃ প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শিলিগুড়ির বিধান মার্কেটে ক্লথ ব্যাগ ভেন্ডিং মেশিন বসানো হল।


শিলিগুড়ি শহরের ৪টি মহিলা ক্লাব ও ১১ নম্বর ওর্য়াডের সহযোগিতায় শুক্রবার বিধান মার্কেট সবজি বাজার ও শেঠ শ্রীলাল মার্কেটে দুটি ক্লথ ব্যাগ ভেন্ডিং মেশিন বসানো হয়।১১ নম্বর ওর্য়াড কাউন্সিলর মঞ্জুশ্রী পাল ও প্রাক্তন কাউন্সিলর নান্টু পালের সহযোগিতায় এই মেশিন বসানো হয়।দশ টাকার কয়েন মেশিনে ঢুকিয়ে দিলেই একটি ব্যাগ বেরিয়ে আসবে।আর তাতে বাজার করে বাড়ি ফিরতে পারবেন সাধারণ মানুষ।

কাউন্সিলর মঞ্জুশ্রী পাল  জানান, প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই মেশিন বসানো হল।অনেকেই বাজারে ব্যাগ নিয়ে আসেন না কিন্তু বাজার থেকে কিছু কিনে নিয়ে যেতে চান। তাদের এই ক্লথ ব্যাগ ভেন্ডিং মেশিন সহায়তা করবে।


 মহিলা ক্লাবের  ‍সদস্যা অলকা মিত্তুকা জানান, এই পৃথিবীর আমার আপনার সকলের। একে সুস্থ রাখতে সকলকে সমপরিমাণ দায়িত্ব পালন করতে হবে।এই মেশিন  প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে সহয়তা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *