শিলিগুড়ি, ২৩ জুলাই: রাতের অন্ধকারে শহরের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াল ৩টি হাতির একটি দল।
জানা গিয়েছে, গতকাল রাতে বৈকুন্ঠপুর জঙ্গল থেকে ৩টি হাতির একটি দল হঠাৎই লোকালয়ে চলে আসে।এরপর বানেশ্বর মোড়, ঘোগোমালি, মধ্য চয়নপাড়া ও সংঘতি মোড় এলাকায় ঢুকে পড়ে হাতির দলটি।
সূত্রের খবর, হাতির দলটি কন্টেনমেন্ট জোনের বাঁশের ব্যারিকেড ও একটি বাড়ির গেট ভেঙে দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মীরা।বনকর্মীদের তৎপরতায় হাতিগুলি ফিরে যায় জঙ্গলে।তবে ঘটনায় কোনো হতাহাতের কোন খবর নেই।এদিকে গোটা ঘটনা নিয়ে আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা।
মধ্য চয়নপাড়ার এক বাসিন্দা রাজু সাহা জানান, রাত ২টা ৩০ মিনিট নাগাদ তিনটি হাতি হঠাৎ এলাকায় ঢুকে পড়ে।এরপরই একটি বাড়ির বাগানে ঢুকে তছনছ করে।সেই বাড়ি থেকে বেরিয়ে ৩৮ নম্বর ওয়ার্ডের সুকান্তনগর এলাকায় চলে যায় হাতির দলটি।পরে বনকর্মীরা ঘটনাস্থলে এসে হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করে।