শিলিগুড়ি,৩০ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির চম্পাসারিতে টিকাকরণ কেন্দ্রে পুলিশের সঙ্গে ঝামেলার ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ।অভিযুক্তদের নাম বলরাম শা(৫০)ও রাজারাম শা(২৫)।
অভিযোগ, বুধবার চম্পাসারিতে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে টিকাকরণ চলার সময় এই দুজন প্রথমে টিকার লাইনে দাড়িয়ে থাকা মানুষদের সঙ্গে বিবাদে জড়ায়।এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের সঙ্গেও ধাক্কাধাক্কি এবং ঝামেলা করে বলরাম ও রাজারাম।পাশাপাশি অশ্লীল ভাষাও প্রয়োগ করে বলে অভিযোগ।এরপরই বলরাম শা ও রাজারাম শা এর বিরুদ্ধে কর্তব্যরত পুলিশ কর্মীকে কাজ করতে বাঁধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়।আজ দুজনকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।