শিলিগুড়িতে উদ্ধার ৪ কোটি টাকার কোকেন ও ১০ লক্ষের ইয়াবা ট্যাবলেট

শিলিগুড়ি,২১ মার্চঃ রাতভর অভিযান শিলিগুড়ির প্রধাননগরে। ৪ কোটি টাকার কোকেন ও ১০ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ দুজনকে ধরল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।


শিব কুমার ও এম নটরাজন নামে দুজনকে প্রধাননগরের একটি হোটেল থেকে ধরা হয়। তাদের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে এসটিএফ আধিকারিকেরা ৪ কেজি কোকেন ও ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। জানা গিয়েছে, শিবকুমার বিহার ও নটরাজন তামিলনাড়ুর বাসিন্দা। তারা মণিপুরে থাকতো। সেখান থেকে এই বিপুল পরিমাণ মাদক বিক্রির জন্য শিলিগুড়ি নিয়ে এসেছিল। দুদিন থেকে তাদের উপর নজর রেখেছিল এসটিএফ। অবশেষে শনিবার রাতে হোটেলে হাতেনাতে তাদের মাদক সহ ধরা হয়। পরে ধৃতদের প্রধাননগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এদিন এসটিএফ(নর্থবেঙ্গল) ডিএসপি সুদীপ ভট্টাচার্য বলেন, এদের সঙ্গে আরও কে জড়িত তা খোঁজা হচ্ছে। বহুদিন ধরে ধৃতরা মাদক কারবারে জড়িত। মায়ানমার থেকে মণিপুর হয়ে এই মাদক এসেছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusubaywin girişmatadorbet girişcasibomgrandpashabet giriş