শিলিগুড়ি, ২৬ আগস্টঃ শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে আজ করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হওয়ার কথা ছিল।পুরনিগমের তরফে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা আজ সেখানে গেলেও টেস্টের জন্য কেউ না আসায় শেষে ফিরে আসেন সকলে। ফের শুক্রবার সেখানে টেস্ট হতে পারে বলে জানা গিয়েছে।
প্রশাসনিক সিদ্ধান্ত মতে শহরের বিভিন্ন বাজারে ও ওয়ার্ডে এই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু হওয়ার কথা।স্বাস্থ্যকর্মীদের এই টেস্টের জন্য প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই ৪ নম্বর ওয়ার্ডের পুরনিগমের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই টেস্ট শুরুও হয়েছে।পুরনিগমের তরফে রেগুলেটেড মার্কেটের ব্যবসায়ীদের কথাও হয়েছিল। সেইমতো আজ সেখানে একটি ভবনে র্যাপিড টেস্ট হওয়ার কথা ছিল। সেখানে পুরনিগমের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা টেস্ট কিট নিয়ে পৌঁছে যান। বেশকিছুক্ষণ অপেক্ষাও করেন। কেউ না আসায় শেষে শুক্রবার ফের যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আগামী সপ্তাহ থেকে শিলিগুড়ি শহরজুড়ে বিভিন্ন বাজারে পালা করে এই র্যাপিড অ্যান্টিজেন চালু হতে পারে বলে জানা গিয়েছে।