শিলিগুড়ি, ২৪ জুলাইঃ দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে খুলে গেল শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের সবজি ও ফলের আড়ত। তবে বন্ধ রয়েছে মাছের আড়ত।
জানা গিয়েছে, গত মঙ্গলবার টাস্ক ফোর্সের একটি বৈঠকে ২৩ জুলাই থেকে মার্কেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।কিন্তু গতকাল রাজ্যজুড়ে লকডাউন থাকার কারণে মার্কেট খোলা হয়নি। এরপর আজ থেকে খোলা হয় মার্কেট। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং প্রশাসনিক নির্দেশিকা মেনেই বাজারে ব্যবসা করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকা অমান্য করা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে জানা গিয়েছে। প্রথমদিন মার্কেট খোলার পর বাজারে মানুষের ভিড় দেখা যায়।
আগামীকাল রাজ্যজুড়ে সপ্তাহের দ্বিতীয় লকডাউন। এইকারণে ফের আগামীকাল রেগুলেটেড মার্কেট বন্ধ থাকবে।
সবজি ও ফল মার্কেট অ্যাসোসিয়েশনের সম্পাদক শিব কুমার জানান, এই পরিস্থিতিতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে তিনি সমর্থন জানিয়েছেন। তবে মার্কেট এভাবে বন্ধ হয়ে যাওয়ার ফলে তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, প্রশাসনিক যে নির্দেশিকা দেওয়া হয়েছে তা মেনেই মার্কেটের কর্মীদের কাজের নির্দেশ দেওয়া হয়েছে।
(ফাইল চিত্র)