শিলিগুড়ি,১৩ জানুয়ারিঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতীয়(মহিলা)দলে সুযোগ পেল শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ।সোমবার কলকাতা থেকে শিলিগুড়ি এসে পৌছায় সে।শহরে ফিরতেই তাকে শুভেচ্ছা জানাতে শিলিগুড়ির সুভাষপল্লীতে তার বাড়িতে পৌঁছান বিভিন্ন মহলের মানুষ।তাকে শুভেচ্ছা জানান মেয়র অশোক ভট্টাচার্য,জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকার এবং আরও বিভিন্ন ক্রীড়া সংস্থার সাথে যুক্ত ব্যক্তিত্বরা।
এদিন শিলিগুড়ি টাইমসের মুখোমুখি হয়ে রিচা ঘোষ জানায়,টি-টোয়েন্টি বিশ্বকাপ(মহিলা)দলে সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত।খুব শীঘ্রই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হব।শচিন তেন্ডুলকর আমার অনুপ্রেরণা।তার মতোই খেলতে চাই।নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করব।ছোট থেকেই ক্রিকেট ভালোবাসি।সবসময় পরিবার আমার পাশে থেকেছে।
অন্যদিকে জানা গিয়েছে,খুব শীঘ্রই বিশ্বকাপ খেলার জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে রিচা ঘোষ।যে কারণে পাসপোর্ট সংক্রান্ত কাজের জন্যই শিলিগুড়িতে এসেছে সে।কাজ মিটে গেলেই রিচা ফের কলকাতায় ফিরে যাবে।