শিলিগুড়ি,৫ নভেম্বরঃ ২৪ ঘন্টায় ১০০১ টি ছবি তৈরি করে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে শিলিগুড়ির নাম উজ্জ্বল করতে চায় শিলিগুড়ির ছেলে শুভঙ্কর পাল গুপ্ত। ছেলেবেলা থেকেই ছবি আকা, মূর্তি তৈরির প্রতি ঝোঁক রয়েছে তার। পরবর্তীতে তা পরিণত হয় পেশায়। শহরে বিভিন্ন পূজোর মন্ডপ তৈরির কাজ করে আগেই শহরবাসীকে তাক লাগিয়েছেন তিনি, ঘরে রয়েছে প্রচুর শংসাপত্র। তবে এবারে ইচ্ছে অন্যরকম।
গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম তুলতে ইচ্ছুক শুভঙ্কর ১৪ নভেম্বর অর্থাৎ শিশু দিবসে এক অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত করার চেষ্টা চালাচ্ছেন,যেখানে ১৭ মাস থেকে শুরু করে ১২ বছর বয়স পর্যন্ত মোট ১০০ জন অংশগ্রহণ করবে। ২৪ ঘন্টায় ১০০১ টি ছবি তৈরি করে তা ফ্রেম করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য পাঠানোর টার্গেট নেওয়া হয়েছে। তবে শুভঙ্কর পাল গুপ্ত আশা রাখছেন মাত্র ১২ ঘন্টার মধ্যেই তারা কাজটি সম্পন্ন করে ওয়ার্ল্ড রেকর্ড করতে পারবেন। যদিও এখনও অনুষ্ঠানের অনুমতির জন্য বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে। জানা গেছে, শিলিগুড়ি বিবেকানন্দ স্কুলের মাঠে এই অনুষ্ঠান আয়োজিত করা হবে।
পাশাপাশি শিলিগুড়িতে কোনো আর্টকলেজ না থাকায় একপ্রকার ক্ষোভও প্রকাশ করেন তিনি। জানান, বহু প্রতিভা সঠিক পরিকাঠামোর অভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে।সমবেতভাবে বিভিন্ন আন্দোলনও করেছেন তারা তবে তাতেও কোনো লাভ না হওয়ায় শিল্পীদের ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিতের পথে।